Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Crime
প্রচ্ছদ » Crime » ফরিদপুরে হাসপাতালে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা
ফরিদপুরে হাসপাতালে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর (পাবনা) :
9 June 2024 , 4:54:47
পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ১২ বছরের নাবালিকা রোগীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় এক বখাটে যুবক। আজ রবিবার (৯ জুন) ভোর ৩ টার সময় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নং মহিলা ওয়ার্ডে ঢুকে নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় মোফাজ্জল হোসেন মুফা ( ৪৫) নামের স্থানীয় বখাটে। মুফা গোপালনগর গ্রামের আজাহার আলি সরকারের ছোট ছেলে। মোফা মাদক, চুরি ও ডাকাতিসহ নানা অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত।
হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন মোফা মহিলা ওয়ার্ডে ঢুকে ওই মেয়েটি শরীরে হাত দেয় এবং বলে তোমার গা অনেক গরম তুমি আমার রুমে আসো। মেয়েটির মা তখন তার পাশে ঘুমন্ত অবস্থায় ছিল এবং মোফাকে ডাক্তার ভেবে মেয়েটি পাশের কেবিনে চলে যায়। মুফা দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির আত্মচিৎকারে আশেপাশের লোকজনসহ তার মা ছুটে এসে মোফাকে আটক করে এবং থানায় খবর দেয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারায় নিয়মিত মামলা দেখিয়ে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।