• Uncategorized

    বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নৌকার বিজয়

      অনলাইন ডেস্ক 30 December 2022 , 9:41:09

    বনপাড়া পৌরসভার নির্বাচিত মেয়র কে, এম জাকির হোসেন। ছবি : সংগৃহীত

    বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা ও উপজেলার ১ নং জোয়াড়ি ইউনিয়ন পরিষদ এবং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

    এদিন সকাল সাড়ে ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়।

    নির্বাচনে বনপাড়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কে, এম জাকির হোসেন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে পেয়েছেন ১১ হাজার ৮৭৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৯০ ভোট। নির্বাচিত জাকির হোসেন টানা দ্বিতীয় বারের মতো বনপাড়ার মেয়র নির্বাচিত হলেন।

    অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার ১ নং জোয়াড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো.আলী আকবর চশমা প্রতীক নিয়ে ৯ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের প্রার্থী চাঁদ মাহমুদ পেয়েছেন ৭ হাজার ৩৯১ ভোট।

    মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল ৯ হাজার ৭৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৯৪ ভোট ।