সবুজ আলো অনলাইন 6 January 2023 , 8:49:22
আজ (৬ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। তিন ভেন্যুতে হতে যাওয়া বিপিএলের এবারের আসরে মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। দলগুলো হলো-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।
বিপিএলের প্রথম দিনেই মাঠে গড়াবে দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। একই ভেন্যুতে সন্ধ্যা সোয়া ৭টায় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। নিয়মিত দিনের প্রথম ম্যাচ দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় হলেও শুক্রবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটা ও সন্ধ্যা সোয়া ৭টায়। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা।
এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি। এরপর দুদিনের জন্য আবারও বিপিএল ফিরবে ঢাকায়। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে। এবার বিপিএলের এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। ফ্লাড লাইটের আলোয় এই তিনটি ম্যাচই হবে সন্ধ্যা ৭টায়।
বিপিএল ২০২৩ পূর্ণাঙ্গ সূচি
ঢাকা প্রথম পর্ব
তারিখ ম্যাচ সময়
৬ জানুয়ারি চট্টগ্রাম-সিলেট দুপুর আড়াইটা
৬ জানুয়ারি কুমিল্লা-রংপুর সন্ধ্যা সোয়া ৭টা
৭ জানুয়ারি ঢাকা-খুলনা দুপুর ২টা
৭ জানুয়ারি বরিশাল-সিলেট সন্ধ্যা ৭টা
৯ জানুয়ারি কুমিল্লা-সিলেট দুপুর ২টা
৯ জানুয়ারি চট্টগ্রাম-খুলনা সন্ধ্যা ৭টা
১০ জানুয়ারি বরিশাল-রংপুর দুপুর ২টা
১০ জানুয়ারি ঢাকা-সিলেট সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম পর্ব
প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টা
১৩ জানুয়ারি চট্টগ্রাম-বরিশাল দুপুর আড়াইটা
১৩ জানুয়ারি খুলনা-রংপুর সন্ধ্যা সোয়া ৭টা
১৪ জানুয়ারি কুমিল্লা-বরিশাল দুপুর ২টা
১৪ জানুয়ারি চট্টগ্রাম-ঢাকা সন্ধ্যা ৭টা
১৬ জানুয়ারি ঢাকা-সিলেট দুপুর ২টা
১৬ জানুয়ারি চট্টগ্রাম-কুমিল্লা সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি খুলনা-রংপুর দুপুর ২টা
১৭ জানুয়ারি কুমিল্লা-সিলেট সন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারি কুমিল্লা-ঢাকা দুপুর ২টা
১৯ জানুয়ারি বরিশাল-রংপুর সন্ধ্যা ৭টা
২০ জানুয়ারি চট্টগ্রাম-খুলনা দুপুর আড়াইটা
২০ জানুয়ারি ঢাকা-বরিশাল সন্ধ্যা সোয়া ৭টা
ঢাকা ২য় পর্ব
২৩ জানুয়ারি চট্টগ্রাম-রংপুর দুপুর ২টা
২৩ জানুয়ারি কুমিল্লা-ঢাকা সন্ধ্যা ৭টা
২৪ জানুয়ারি বরিশাল-সিলেট দুপুর ২টা
২৪ জানুয়ারি ঢাকা-খুলনা সন্ধ্যা ৭টা
সিলেট পর্ব
২৭ জানুয়ারি রংপুর-সিলেট দুপুর আড়াইটা
২৭ জানুয়ারি চট্টগ্রাম-ফরচুন সন্ধ্যা সোয়া ৭টা
২৮ জানুয়ারি কুমিল্লা-খুলনা দুপুর ২টা
২৮ জানুয়ারি চট্টগ্রাম-সিলেট সন্ধ্যা ৭টা
৩০ জানুয়ারি ঢাকা-রংপুর দুপুর ২টা
৩০ জানুয়ারি খুলনা-সিলেট সন্ধ্যা ৭টা
৩১ জানুয়ারি ঢাকা-বরিশাল দুপুর ২টা
৩১ জানুয়ারি কুমিল্লা-খুলনা সন্ধ্যা ৭টা
ঢাকা শেষ পর্ব
৩ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা দুপুর আড়াইটা
৩ ফেব্রুয়ারি ঢাকা-রংপুর সন্ধ্যা সোয়া ৭টা
৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কুমিল্লা দুপুর ২টা
৪ ফেব্রুয়ারি রংপুর-সিলেট সন্ধ্যা ৭টা
৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম-ঢাকা দুপুর ২টা
৭ ফেব্রুয়ারি কুমিল্লা-বরিশাল সন্ধ্যা ৭টা
৮ ফেব্রুয়ারি খুলনা-সিলেট দুপুর ২টা
৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-রংপুর সন্ধ্যা ৭টা
১০ ফেব্রুয়ারি কুমিল্লা-রংপুর দুপুর আড়াইটা
১০ ফেব্রুয়ারি বরিশাল-খুলনা সন্ধ্যা সোয়া ৭টা
নকআউট পর্ব
১২ ফেব্রুয়ারি এলিমিনেটর দুপুর ২টা
১২ ফেব্রুয়ারি ১ম কোয়ালিফায়ার সন্ধ্যা ৭টা
১৪ ফেব্রুয়ারি ২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৭টা
১৬ ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা ৭টা
*সূচি বাংলাদেশ সময় অনুযায়ী