Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Politics
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন স্টারমার
সবুজ আলো ডেস্ক
5 July 2024 , 10:00:25
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন কিয়ের স্টারমার। লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাত করে দায়িত্ব গ্রহণ করেন।
রীতি অনুসারে ‘কিসিং অব হ্যান্ডস’-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন কিয়ের স্টারমার। এখন আনুষ্ঠানিকভাবে ১০ নং ডাউনিং স্ট্রিটে বাস করবেন তিনি।
এর আগে যুক্তরাজ্যে ঐতিহাসিক পরাজয় হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। বিরোধী লেবার পার্টির নিরঙ্কুশ জয় হয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার পদত্যাগপত্র গ্রহণ করেন। বাকিংহাম প্যালেস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’