সবুজ আলো প্রতিবেদক 16 January 2023 , 6:38:52
পাবনার ভাঙ্গুড়ায় দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে । আজ সোমবার (১৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উপজেলা মডেল মসজিদটিতে যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে তা মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন ছবি, ইফার ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল হোসেন, মডেল কেয়ারটেকার মাওলানা আশেকে এলাহী ছিদ্দিক, মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজি প্রমুখ।
জানা গেছে, নানা সুযোগ-সুবিধা সম্বলিত অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উপজেলা পরিষদ চত্বরে ৪২ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে। ১৬৮০ দশমিক ১৪ বর্গমিটার আয়তনের(বি-ক্যাটাগরি) এমসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা । এর নির্মাণ কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। এ মসজিদটিতে রয়েছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের ব্যবস্থা।তিন তলা বিশিষ্ট মসজিদটিতে এক সাথে প্রায় ৯০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।
এছাড়াও এখানে-ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, ইমাম প্রশিক্ষণ,শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ প্রভৃতি ব্যবস্থা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ গণভবন থেকে ভার্চুয়ালি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের
উদ্বোধন করেন। আজ যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন মসজিদটি মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ মসজিদ নির্মাণে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা ভীষণ খুশি।’