খেলাধুলা

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

  সবুজ আলো ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৯:০৫:০৩

ছবি : সংগৃৃহীত

টসের পর মাঠে গড়িয়েছিল খেলা। কিন্তু খেলার মাঝে দুই দফা বৃষ্টি হানা। চলতে থাকা বৃষ্টি শেষ পর্যন্ত আর পুরোপুরি থামলই না। ফলে খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কিস্তু বেরসিক বৃষ্টিতে পঞ্চম ওভারেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকার পর ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। কিন্তু ফিরে বৃষ্টির হানায় আর নামা হয়নি মাঠে। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা।

প্রথম ধাপে বৃষ্ট বন্ধ হওয়া পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফেরান মোস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মোস্তাফিজ।

পরপর দুই উইকেট হারানোর পর ভয়ঙ্কর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের সংগ্রহ: ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (টম ব্লান্ডেল ৮*, কোল ম্যাককনচি ৮* ; ফিন অ্যালেন ৯,  চ্যাড বাওয়েস ১, হেনরি নিকোলস ৪৪, উইল ইয়াং ৫৮, রাচিন রবীন্দ্র ০)

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।