Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ভাঙ্গুড়ায় তালাবদ্ধ ঘরে পড়েছিল দর্জির রক্তাক্ত মরদেহ
সবুজ আলো ডেস্ক
16 August 2023 , 10:20:33
পাবনার ভাঙ্গুড়ায় নিজ বসতঘরে ঢুকে হাসিনুর রহমান হাসু (৫৮) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের হাড়োপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসিনুর রহমান ওই মহল্লার সোবহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনুর রহমান প্রতিদিনের মত মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান। বুধবার দুপুর পার হয়ে গেলেও বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার ঘরের দরজার বাহিরে তালা দেওয়া এবং ঘরের মাটির মেঝে খোড়া দেখতে পান পরিবারের সদস্যরা। তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে মেঝেতে হাসিনুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে বিষয়টি থানায় জানানো হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের ধারণা, মেঝে খুঁড়ে ঘরের ভেতরে ঢুকে হাসিনুরকে হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গণমাধ্যমে বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষত রয়েছে। দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।