• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনাসভা ও মানববন্ধন

      ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : 12 June 2023 , 7:45:25

    পাবনার ভাঙ্গুড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনাসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    আজ সোমবার (১২ জুন) বেলা ১১ টায় পৌর শহরের সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংস্থা সিসিডিবি সিপিআরপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

    সিসিডিবির এরিয়া ম্যানেজার ড্যানিশ মারান্ডির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেসরকারি সংস্থা টিএসপির পরিচালক মোহাম্মদ আলী।

    এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিসিডিবির প্রোগ্রাম অফিসার পাতরাস মুর্মূ, সমাজ সংগঠক এ্যালবার্ট সমদ্দার ও প্রশিক্ষক মাসুমা ফেরদৌস প্রমুখ।