• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তরুণের মৃত্যু 

      নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 15 February 2024 , 2:34:39

    প্রতীকী ছবি

    পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (১৯ ) এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার চরভাঙ্গুড়া দিয়ারপাড়া নামক স্থানের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মুখের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে এবং একটা পা ভেঙে গেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন চরভাঙ্গুড়া দিয়ারপাড়া নামক স্থানের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন।

    পরে বিষয়টি তারা ভাঙ্গুড়া থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়।

    এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন,’ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে ঘটনাটি রেলওয়ের হওয়ায় সিরাজগঞ্জ জিআরপি থানায় অবহিত করা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’