• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মাইক্রোবাসের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

      সবুজ আলো ডেস্ক 24 December 2023 , 10:33:23

    প্রতীকী ছবি

    পাবনার চাটমোহরে মাইক্রোবাসের চাপায় আফিয়া খাতুন নামের ৫ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পরে চাটমোহর-ছাইকোলা সড়কের কুকড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিশু কুকড়াগাড়ি গ্রামের শামীম হোসেনের মেয়ে। চলনবিলের বিশেষ নৌকা স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আফিয়া। এমন সময় চাটমোহরগামী মাইক্রোবাসটির চাপায় গুরুতর আহত হয় আফিয়া। স্থানীয়রা দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী চালকসহ গাড়িটি  আটক করে।

    চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা গণমাধ্যমে জানান, গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।