জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

  সবুজ আলো ডেস্ক ১০ এপ্রিল ২০২৩ , ১২:৪১:১৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত করা হয়েছে। রোববার এ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের ৮ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক তথ্য বিবরণীতে রোববার (৯ এপ্রিল) বিষয়টি জানানো হয়েছে।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের লক্ষ্যে ১৩ মে দিন নির্ধারণ করা হয়েছিলো। ১৫ মার্চ প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নির্বাচনী তফশিল ঘোষণা করেন।

ওই সময় জানানো হয়, ১৩ মে সংস্থার ভোট গ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। ৯৭ হাজার ১১২ জন মুক্তিযোদ্ধা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।