• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    মো: রাশেদুল ইসলাম এর কবিতা – চৈতালী

      মো: রাশেদুল ইসলাম 13 April 2023 , 7:01:45

    চৈতালী


    মো: রাশেদুল ইসলাম

    চৈতালী ঘাঘট নদী

    দেখিতে যাও যদি

    দেখতে পাবে নদীর জলে

    ছোট্র একটা ডিঙ্গি চলে।।

     

    একদল পাতি হাঁস

    স্বচ্ছ নদীর জলে

    অবিরাম খেলা করে

    আনন্দে বিন্দু চলে।।