নিউজ ডেস্ক 12 February 2023 , 10:02:49
আগামী ২৯ মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি জানান, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্য দিয়ে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে পরীক্ষা।