• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সাঁথিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

      সবুজ আলো ডেস্ক 12 June 2024 , 10:22:57

    পাবনার সাঁথিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন হয়েছেন। নিহতরা হলেন- নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রইজ উদ্দিন (৪০) ও কুষ্টিয়ার কুমারখালির বাশগ্রামের করিমন (ভটভটি) চালক বাটার আলীর ছেলে হামিদুল (২৬)।

    জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯ টায় সাঁথিয়া-মাধপুর সড়কের নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া নামকস্থানে গরু বোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হন।

    অপরদিকে আজ বুধবার (১২ জুন) ভোর চারটায় বেড়া থেকে আসার পথে পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার মাধপুর নামকস্থানে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে করিমন চালক ঘটনাস্থলেই নিহত হন।

    মাধবপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদিন সরকার জানান, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।