পাবনা

সাঁথিয়ায় ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

  সবুজ আলো ডেস্ক ১১ জুলাই ২০২৩ , ৬:০৮:৫০

পাবনার সাঁথিয়ায় এম এইচ শাহীন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ওই ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করেছে তার চিকিৎসার সরঞ্জামও। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান।

সোমবার (১০ জুলাই) রাতে সাঁথিয়ার করমজা ইউনিয়নের সরদারপাড়ায় এম এইচ শাহীনকে আটক করা হয়। তিনি কোনো প্রতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই ডাক্তার উপাধি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান জানান, শাহীন তার নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে চেম্বার খুলে চিকিৎসা দিতেন। তিনি এক সময় চোখের ডাক্তারের সহকারী ছিলেন। সে অভিজ্ঞতা ব্যবহার করে চিকিৎসা করছিলেন।

সোমবার রাতে কথিত ডাক্তার শাহীনের বাড়িতে অভিযান চালানো হলে তিনি তার কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এরপরই তাকে জরিমানা করা হয়।