• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সিংড়ায় পঁচা-বাসি মাংস বিক্রি, ব্যবসায়ীকে অর্থদন্ড

      নিউজ ডেস্ক 21 November 2023 , 8:27:46

    নাটোরের সিংড়ায় পঁচা-বাসি মাংস বিক্রি করার দায়ে ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী পৌরসভার মহেশচন্দ্রপুর গ্রামের মো. মারফত আলী। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মায়ের দোয়া গোস্তের দোকান।

    আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া বাজারের মুরগি হাটি এলাকায় পঁচা-বাসি গরুর মাংস বিক্রির খবর পেয়ে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস সেখানে এলে ব্যবসায়ী মারফত আলী পঁচা-বাসি মাংস বিক্রির কথা স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। একইসাথে জব্দকৃত ৮০ কেজি পঁচা মাংস মাটিতে পুঁতে রাখা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, পঁচা-বাসি মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গেলে ওই মাংস ব্যবসায়ী পঁচা-বাসি মাংস বিক্রির কথা স্বীকার করে। এসময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।

    এসময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।