• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সিংড়ায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

      সবুজ আলো ডেস্ক 9 March 2024 , 10:17:55

    প্রতীকী ছবি

    নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ওলি উল্লাহ (১২) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    শনিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার চড়া গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থী সিংড়া পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী শরিফুল ইসলামের ছেলে ও রহিম ইকবাল কেজি একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।

    জানা গেছে, মায়ের সঙ্গে শিক্ষার্থী ওহি উল্লাহ উপজেলার চড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি চিকিৎসক আইয়ুব আলীর কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিংড়ার রহিম ইকবাল কেজি একাডেমির অধ্যক্ষ পারভীন আকতার ঘটনার নিশ্চিত করেছেন।