মোঃ মনিরুজ্জামান মনির, সুজানগর (পাবনা) 20 February 2023 , 2:29:57
সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, রবি মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধান সমলয়ে চাষাবাদের নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ধানের চারা রোপণ করা হয়।
রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপণের উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাইফুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ধানের চারা রোপণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন।