Uncategorized

হারানো ৩ লাখ টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 5 March 2023 , 10:32:59

পাবনার ভাঙ্গুড়ায় হারিয়ে যাওয়া ৩ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। আজ রোববার (৫ মার্চ) দুপুরে টাকার প্রকৃত মালিক হুমায়ুন সরদারের নিকট টাকাগুলো হস্তান্তর করা হয়।

হুমায়ুন সরদারের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের কেওয়াড় গ্রামে। তিনি ওই টাকা নিয়ে ভাঙ্গুড়ায় গরু কিনতে এসেছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর ১২ টার দিকে পৌরসভা হারোপাড়ার একটি খামারে গরু কিনতে আসেন মুন্সিগঞ্জের হুমায়ুন সরদারসহ তিন ব্যক্তি। তারা ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড থেকে অটোভ্যানে করে হারোপাড়া খামারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে গরু কেনার জন্য রাখা ৩ লাখ টাকাসহ ব্যাগটি অসাবধানতাবশত হারিয়ে যায়। এতোগুলো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন টাকার মালিক হুমায়ুন।

এরপর স্থানীয় গরুর খামারীদের সহায়তায় ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পর পরই পুলিশ পৌরশহরের কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে। পরে ওই অটোভ্যান চালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে হারিয়ে যাওয়া ৩ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। পরে ওই ভ্যানচালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।’