• Uncategorized

    ফরিদপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত 

      আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) : 14 March 2024 , 9:57:40

    পাবনার ফরিদপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক‍্যাম্প ও টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ মার্চ ) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয।

    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক‍্যাম্প ও টিকা প্রদান কর্মসূচিতে উপজেলার সোনাহারা ও দেবত্তোর গ্রামের ২শ’ ৫০টি গবাদিপশুর সম্পূর্ণ বিনামুল্যে কৃমিনাশক ঔষধ, অসুস্থ প্রাণিসমূহের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

    উক্ত এলাকার গবাদিপশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন‍্য ২শ’ ৮ টি গবাদিপশুকে ক্ষুরা রোগের টিকা এবং  ১শ’ মাত্রার তড়কা রোগের টিকা  প্রয়োগ করা হয়।।

    এছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে খামার ও তার  চারপাশ পরিস্কার রাখা, সুষম গোখাদ‍্য পরিমিত ভাবে প্রদান করা, কোন ধরনের রোগ বা সমস্যা দেখা দিলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগের জন‍্য সচেতন করা হয়।

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোপেশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো:হাফিজুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সহ টিকাপ্রদান কর্মী ও এলাকার খামারিরা।