ফরিদপুরে সাশ্রয়ী মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
আসাদুজ্জামান, ফরিদপুর (পাবনা) :
3 April 2024 , 10:47:35
পাবনার ফরিদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বনওয়ারীনগর বাজারে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানা।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) মোছা: মুর্শিদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোপেশ চন্দ্র সরকার, এলজিইডি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ইমামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মেসার্স এ্যাকুয়াফিল এগ্রো’র বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমে প্রতি লিটার দুধের মূল্য ৫২ টাকা, প্রতি হালি ডিমের মূল্য ৩৪ টাকা রাখা হয়েছে। একজন ব্যক্তি প্রতিদিন ২ লিটার দুধ ও তিন হালি ডিম সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। যেকোন ব্যক্তি ইচ্ছা করলে এ কেন্দ্রে এসে দুধ ও ডিম বিক্রি করতে পারবেন।