• Lifestyle

    সুজানগরে নবনির্বাচিত উপজেলা পরিষদের পরিচিতি ও মতবিনিময়

      এম মনিরুজ্জামান, সুজানগর (পাবনা) : 30 May 2024 , 10:32:20

    পাবনার সুজানগর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত পরিষদের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে নবনির্বাচিত পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও ইউএনও রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহমেদ ফিরোজ কবির এমপি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপ্রা।

    আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, মশিউর রহমান, আব্দুল মতিন মৃধা, সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।

    এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।