• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়া পৌর এলাকায় ডাকাতি

      মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : 13 May 2023 , 4:23:19

    পাবনার আটঘরিয়া পৌর এলাকায় দূর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে। 

    শুক্রবার (১২ মে) দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের রাধাকান্তপুর (মন্ডলপাড়া) গ্রামে কোবাদ প্রামানিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

    এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ির সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

    কোবাদ প্রামানিক জানান, ঘটনার দিন রাতে কাজ কর্ম শেষে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় তিনটার দিকে আমার বাড়ির কেঁচি গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ৪/৬ জন হাফ প্যান্ট ও কালো মুখোশ ধারী ডাকাত দল। এসময় আমাদের স্বামী-স্ত্রী দুজনকে ধারালো অস্ত্র, পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে খাটের সাথে বেঁধে তোষক চাপা দিয়ে রেখে স্টিলের আসবাবপত্র ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ১১ ভরি স্বর্ণ, আড়াই ভরি রোপা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে ভোর রাতে শিশু বাচ্চার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে। ডাকাতির কথা কাউকে বললে পরে এসে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় বলেও জানান তিনি।

    ডাকাতির বিষয়টি আটঘরিয়া থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করে থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার কথা জানায় থানা পুলিশ।