Uncategorized

আটঘরিয়ায় ১২০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

  আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : 22 March 2023 , 8:13:53

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ দফায় পাবনার আটঘরিয়া উপজেলায় ১২০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর (আধাপাকা) হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি-চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু জানান, আটঘরিয়া উপজেলায় প্রথম পর্যায়ে ৮৫টি পরিবার, দ্বিতীয় পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৮০টি এবং চতুর্থ পর্যায়ে ১২০টিসহ মোট একক ঘর সংখ্যা ১ হাজার ২২০টি। আর এ ঘর পেয়ে পরিবারগুলো পেয়েছে নতুন স্থায়ী ঠিকানা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।