• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ঈশ্বরদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

      সবুজ আলো ডেস্ক 15 July 2023 , 2:55:51

    সংগৃহীত ছবি

    পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারি চালক (হেলপার) নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত সহকারি চালক (হেলপার) ভরত চন্দ্র সরকার (৪৫) পুঠিয়া জেলার স্বর্গীয় শ্রী নারায়ন চন্দ্র সরকারের ছেলে।

    আজ শনিবার (১৫ জুলাই) উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে পাবনা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে পাবনাগামী রাব্বি পরিবহণের একটি বাস মুলাডুলি ইক্ষু খামার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সহকারি চালক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ, পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাসের চালকের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

    ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল গণমাধ্যমে জানান, বাসের দরজার মধ্যে চাপা পড়ে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তি মারা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

    পাকশী হাইওয়ে ফাঁড়ির উপ-পুলিশ (পরিদর্শক) বেলাল হোসেন গণমাধ্যমে বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।