• Uncategorized

    ঈশ্বরদীতে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের গাড়ি ভাঙচুর

      সবুজ আলো ডেস্ক 9 March 2024 , 5:05:04

    পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে ঈশ্বরদী পৌর শহরের আকবরের মোড়ের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

    হামলাকারীরা বাড়ির গেটে থাকা সাবেক এমপির পরিবারের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে হামলায় কেউ আহত হয়নি।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাড়ির পাহারাদার মো. রানা হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে পাশেই প্রাচীর নির্মাণকাজের সামগ্রী দেখার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে ২টি মোটরসাইকেলে করে ৪ জন লোক এসে বাড়ির সামনে রাখা প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের সবার মুখে মাস্ক ছিল।’

    সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে একদল সন্ত্রাসী মুখ ঢেকে মোটরসাইকেলে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর করে পালিয়ে গেছে।’

    ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ‘আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক এমপি। এই অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান। একজন বীরমুক্তিযোদ্ধা। আমরা মনে করি অপরাধীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে শুধু গাড়ি ভাঙচুর নয়, বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

    আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘বাড়িতে বসে কথা বলছিলাম। হঠাৎ গেটের সামনে ভাঙচুরের শব্দ শুনে বের হয়ে দেখি আমার ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বাড়িতে আসা একজনের মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে গেছে কয়েকজন। আমি মনে করি, এটা শুধু ভাঙচুর নয়, সেখানে গেলে আমাদের হত্যার ঘটনাও ঘটতে পারত। শহরের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।’

    ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হাসান বসির বলেন, হামলাকারীদের ৪জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। বাড়িতে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সাবেক এমপি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’