Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
গৃহস্থালির কাজে ব্যস্ত মা; পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
18 September 2023 , 7:11:48
প্রতীকী ছবি
পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানি থেকে সিবরান(২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাটুলীপাড়া চকপাড়া থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা। এর আগে দুপুর ১২ টার দিকে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় শিশুটি। সিবরান ওই গ্রামের সোহেল রানার পুত্র।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২ টার দিকে বাড়ির উঠানে প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলা করছিল সিবরান। এসময় শিশুটির মা বাড়ির ভেতর গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।কিছু সময় পর দেখেন সিবরান সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে সিবরানকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।