• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      সবুজ আলো ডেস্ক 24 February 2024 , 10:08:53

    পাবনার চাটমোহরে ‘অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ’ এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল।

    পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এমএ মতিনের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেদুয়ানুল হালিম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো: হাবিবুল ইসলাম, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা,  হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল প্রমুখ।

    অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক,অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।