• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    চাটমোহরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

      সবুজ আলো প্রতিবেদক 7 July 2023 , 10:54:24

    পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় আব্দুল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন ভাই লিখন হোসেনও (৩০) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আজ শুক্রবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া রেলক্রসিং এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আব্দুল করিম ও আহত লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে আপন দুই ভাই।

    স্থানীয় সূত্র জানায়, আব্দুল করিম ও তার ভাই লিখন ট্রলিতে করে বিভিন্ন জায়গায় ইট, বালি সরবরাহ করত। শুক্রবার সকালে তারা চাটমোহরের প্রভাকরপাড়া এলাকায় বালু সরবরাহ করে ফেরার পথে প্রভাকরপাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিসহ ছিটকে পরে দুই ভাই মারাত্মকভাবে আহত হন।

    পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আব্দুল করিম। আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

    সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে৷