• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা ও সম্পাদক সাগর নির্বাচিত

      নিউজ ডেস্ক 11 March 2023 , 7:33:27

    নবনির্বাচিত সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। ছবি : সংগৃহীত

    নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৫) সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।

    শুক্রবার (১০ মার্চ) দিনব্যাপি ভোটগ্রহণ শেষে রাত আটটার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

    নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

    নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

    প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবনির্বাচিত সভাপতি অনন্ত হীরা বলেন, নির্বাচন একটি সাংগঠনিক প্রক্রিয়া। এখানে জয় পরাজয় থাকবেই। যারা ভেট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা সবাই ভাই ভাই। সবাইকে নিয়েই আমি সাংগঠনিক কাজ করতে চাই।’

    এর আগে শুক্রবার (১০ মার্চ) সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এস এ হক অলিক- ফরিদুল হাসান এবং অনন্ত হীরা- সাগর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।