• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ডেঙ্গুজ্বরেই নিভে গেল শিশু সাফির জীবন প্রদীপ

      সবুজ আলো ডেস্ক 19 August 2023 , 1:51:34

    ভারতে চিকিৎসা করাতে গিয়ে ক্যামেরাবন্দি বাবা জমিন উদ্দিনের সঙ্গে শিশু সন্তান সাফির। ছবিটি এখন শুধুই স্মৃতি।

    আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল চার বছর বয়সী শিশু মুন্তাসির সাফির। ছেলেকে আরোগ্য করে তুলতে কলেজ শিক্ষক বাবা জমিন উদ্দিন ছুটেছেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। গেছেন ভারতের চেন্নাইয়েও। সেখান থেকে আশা জাগানিয়া ডাক্তারি রিপোর্ট নিয়ে ফেরেন, এরপর দেশেই চলছিল চিকিৎসা।

    এর মধ্যে নতুন করে প্রাণঘাতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় সাফির। প্লাটিলেট কমে যাওয়ায় মেডিসিনেও অবস্থার উন্নতি হয়নি। তাই ধুপ করেই নিভে গেল শিশু সাফির জীবন প্রদীপ।

    শুক্রবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাফির মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    জমিন উদ্দিন পাবনার চাটমোহরের ‘চাটমোহর সরকারি কলেজ’র সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। জমিন উদ্দিনের এক ছেলে আর এক মেয়ের মধ্যে সাফির ছোট। তার ছেলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।

    এদিকে জমিন উদ্দিনের গ্রামের বাড়ি পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের ঈদগাহ মাঠে ওইদিনই বাদ আসর সাফির নামাজে জানাজা হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।