আবহাওয়া

ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা

  নিউজ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৩ , ১০:০৮:৩৯

প্রতীকী ছবি

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এক দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার এ উপজেলায়।

আজ সোমবার (১৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। বিকেল ৩টার আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, আজ এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে। বিকেল ৩টায় ঈশ্বরদীর তাপমাত্রা ছিলো ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে পাবনা জেলা জুড়ে। জেলার বাতাসে যেন আগুনের হল্কা বের হচ্ছে। এমন গরমে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

এদিকে প্রখর রোদ তীব্র তাপদাহের পাশাপাশি ব্যাপক লোডশেডিংয়ে গোটা জেলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রমজান এবং পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মানুষের জীবনযাত্রার ব্যস্ততায় তাপদাহ ও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ব্যাপকভাবে।