• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

      সবুজ আলো ডেস্ক 23 February 2023 , 10:30:08

    প্রতীকী ছবি

    চীনের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

    আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিকটতম চীনের সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। দেশটির জিনজিয়াং অঞ্চলের পশ্চিম অংশের কাশগর ও আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়।

    প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ কম জনবহুল ওই অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দিয়ে বেষ্টিত।

    সূত্র : রয়টার্স