আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 16 April 2023 , 5:27:03
ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠেছে পোশাকের বেচাকেনা। ক্রেতাদের অভিযোগ, এবার ঈদ পোশাকের দাম বেশি । পোশাকের দাম বেশী স্বীকার করে বিক্রেতারা বলছেন, বাজারে বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে। গতবারের চেয়ে এবার বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে।
জানা যায়, পনের রোজা পর্যন্ত তাড়াশ পৌর বাজারে ঈদের পোশাকের বেচাকেনা একেবারেই ঢিলেঢালা ছিল। এরপর থেকে বাজারে ক্রেতা সমাগম আর বেচাকেনা দুটোই বেড়েছে। এ বছর বিপণি বিতানগুলোতে জায়গা করে নিয়েছে নারী ও শিশুদের বাহারি আইটেমের পোশাক।থ্রিপিস, ফ্রকের পাশাপাশি নারীরা কিনছেন শাড়িও। আর বরাবরের মতো ঈদে ছেলেদের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট, শার্ট ও টি-শার্ট। তবে পোশাকের দাম বেশী হওয়ায় ঈদ কেনাকাটা বাজেটের বাহিরে চলে যাওয়ায় কম মূল্যের পোশাকের দিকে ঝুঁকছেন অনেকে।
ক্রেতা শহিদুল ইসলাম বলেন, ‘আমার এবার যে ঈদ বাজেট ছিল, তা দিয়ে পরিবারের সবার জামা কাপড় কিনতে পারবো না। কারণ এবার সব কিছুই দাম অস্বাভাবিক। কোন কিছুই হাতের নাগালে নেই। যে কারণে মার্কেটে এসেও সবার জন্যে কিনতে পারলাম না। গতবারের চেয়ে এবার দাম দ্বিগুন।
তাড়াশ পৌর বাজারের জান্নাতি ফ্যাশনের স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পোশাক কিনছেন তারা। ফলে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তার দোকানে নায়রা, সারারা ও গারারা পোশাক সর্বনিম্ন একহাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর পাঞ্জাবি ৫শ’ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে শিশুদের জামা কাপড় তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। কারণ শিশুদের ঈদে আনন্দের পরিমাণ বেশি থাকে।