Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন
সবুজ আলো ডেস্ক
10 January 2024 , 9:45:39
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন মোট ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
শপথ নিতে ডাক পেয়েছেন যে ২৫ পূর্ণমন্ত্রী:
আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)
ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)
আসাদুজ্জামান খান (ঢাকা-১২)
ডা. দীপু মনি (চাঁদপুর-৩)
মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)
মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)
আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)
মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)
আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)
সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)
উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)
ফরহাদ হোসেন (মেহেরপুর-১)
মো. ফরিদুল হক খান (জামালপুর-২)
মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
ইয়াফেস ওসমান
সামন্ত লাল সেন
১১ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা:
বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪)
নসরুল হামিদ (ঢাকা-৩)
জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)
মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)
মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪)
খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)
জাহিদ ফারুক (বরিশাল-৫)
কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)
বেগম রুমানা আলী (গাজীপুর-৩)
শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)
আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)