• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার আটক

      সবুজ আলো ডেস্ক 31 October 2023 , 2:40:27

    অ্যাডভোকেট মাসুদ খন্দকার

    নাশকতার  অভিযোগে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনা শহরের রাঘবপুর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাবনা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আলম গণমাধ্যমে জানান, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।