• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনায় অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

      সবুজ আলো ডেস্ক 21 April 2024 , 1:18:09

    পাবনা-রাজশাহী মহাসড়কের পাবনার সিংগা বাইপাস নামক স্থানে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

    গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন সিএনজির চালক শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুলের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।

    এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর দিকে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিএনজির চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।