• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    পাবনায় যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

      সবুজ আলো অনলাইন 8 January 2023 , 2:30:39

    ছবি : সংগৃহীত

    পাবনা শহরে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ সড়কের দুই পাশে গড়ে ওঠা এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

    পাবনা জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

    অবৈধ স্থাপনার মালিকদের অনেকে গণমাধ্যমের কাছে দাবি করেন, তাদের না জানিয়ে ও আগে কোনো নোটিশ না দিয়েই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আমরা সময় চাইলেও দেয়া হয়নি।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত গণমাধ্যমকে জানান, ‘এর আগেও কয়েকবার জমি পরিমাপ করে লাল চিহ্ন দেওয়া হয়েছে। দখলদারদের কয়েকবার নোটিশ করে জানানো হয়েছে।স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার এসে তাদের জানিয়েছেন। অনেকে নিজ দায়িত্ব তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’