• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

      নিউজ ডেস্ক 28 February 2023 , 8:09:10

    ফিফা দ্য বেস্ট হাতে লিওনেল মেসি। ছবি: ফিফা

    ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে হারিয়ে সেরা নির্বাচিত হন মেসি।

    সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    ১৯৯১ সাল থেকে বিভিন্ন নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘ফিফা’। শুরু থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দা ইয়ার’ নামের পুরস্কারটি একবার জেতেন মেসি।

    ৩৫ বছর বয়স্ক মেসি ২০২১-২২ সময়কালে ক্লাব ও দেশের হয়ে ৪৯টি খেলায় ২৭টি গোল করেছেন।

    পরের ছয় বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ডি’অর। এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘দা বেস্ট’ নাম দেয় ফিফা।

    অন্যদিকে ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ী কোচ লিওলেন স্ক্যালনি।