• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

      সবুজ আলো ডেস্ক 9 January 2024 , 10:34:59

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর রাতে দেশটির দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ট থেকে এর গভীরতা ছিল ৭০.৩ কিলোমিটার। খবর আরব নিউজ।

    এর আগে গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠেছিল ফিলিপাইন। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

    এদিকে ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।