• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    বিপিএল ফাইনাল : সিলেটকে হারিয়ে শিরোপার রেকর্ড কুমিল্লার 

      অনলাইন ডেস্ক 16 February 2023 , 10:59:31

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে এখন সর্বোচ্চ শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এতদিন তিনবার করে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ের ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে ছিল ঢাকা ও কুমিল্লা। এবারের ফাইনালে সিলেটকে হারিয়ে সর্বোচ্চ চারবার শিরোপা নিশ্চিত করল ভিক্টোরিয়ান্সরা।

     

    বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

     

    টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় তারা।

     

    ২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

     

    টার্গেট তাড়া করতে নেমে ৩.১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

     

    ৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটিতে ৪০ বলে অনবদ্য ৭২ রান করে ৪ বল আগেই দলের শিরোপা নিশ্চিত করেন তারা।