Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন রাসেল
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) :
21 May 2024 , 10:27:15
গোলাম হাসনাইন রাসেল
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম হাসনাইন রাসেল মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেজবাউর রহমান (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।
আজ মঙ্গলবার (২১ মে) রাত ৮ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ রঞ্জু (টিউবওয়েল) ৩০ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজ্জাদুর রহমান তারেক (তালা) পেয়েছেন ৩ হাজার ১৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন পাখি (হাঁস) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৯ হাজার ১৮২। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কানিজ রিমা বিশ্বাস (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট।
নির্বাচনে ভাঙ্গুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ১ লাখ ৩ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৭৭৮ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৪১২ জন, হিজড়া ১ জন।