ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : 11 April 2023 , 7:50:12
ঢাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধার করেছে পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুকে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১ টার দিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।এর আগে গতকাল সোমবার (১০ এপ্রিল) সকালে বাবার কাছ থেকে ঈদের নতুন জামা কিনে নিতে জামালপুর যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া শিশু জামিল (৮) ও মুস্তাকিম (৬) উভয়ই চাচাতো ভাই। তাদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বিলবাড়িয়া গ্রামে। শিশু মুস্তাকিম ঢাকার দক্ষিণখান থানার আমতলা এলাকায় তার দাদা-দাদির সঙ্গে এবং জামিল তার মা-বাবার সঙ্গে একই এলাকায় থাকেন।
থানা পুলিশ এবং ওই শিশুদের পরিবার বলছে, বাবার কাছ থেকে ঈদে নতুন জামা কিনে নিতে গতকাল সোমবার সকালে মুস্তাকিম তার চাচাতো ভাই জামিলকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। দুপুরের দিকে তারা জামালপুর যাবার জন্য ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্ত:নগর একটি ট্রেনে ওঠে।কিন্তু ভুল করে তারা জামালপুরের ট্রেনে না উঠে অন্য ট্রেনে চড়ে উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনে এসে নামে। রাত সাড়ে নয়টার দিকে ওই দুই শিশুকে ভাঙ্গুড়া বাস টার্মিনালে ঘুরাঘুরি করতে দেখে ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ তাদেরকে থানায় নিয়ে আসে।পরে তাদের পরিচয় সনাক্ত করে পরিবারের নিকট খবর দেওয়া হয়।
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে শিশুদের দাদা আব্দুর রহিম এলে তার কাছে ওই দুই শিশুকে হস্তান্তর করা হয়।এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার ব্যক্তিগত অর্থ থেকে ওই শিশুদের ঈদের নতুন জামা-কাপড় কিনে দেন।
দাদা আব্দুর রহিম জানান, ‘তার নাতি মুস্তাকিম ও তার ভাতিজার ছেলে জামিল সোমবার সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়।পরে তাদেরকে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় না। রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশের মাধ্যমে জানতে পারেন, তারা সেখানকার থানায় আছে।খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে সেখান থেকে নাতিদেরকে নিয়ে তিনি এখন বাড়ি ফিরছেন।’
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ‘উদ্ধার হওয়া দুই শিশুকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা যেহেতু ঈদের জামা কিনে নিতে গিয়ে নিখোঁজ হয়, তাই তাদের দুজনকেই ঈদের নতুন জামা- কাপড় কেনা দেওয়া হয়।’