Uncategorized

ভাঙ্গুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : 14 January 2024 , 9:28:18

দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চামেলী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার রাঙ্গালিয়া গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৬ জন আহত হয়েছেন। নিহত চামেলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আহতরা হলেন, আটঘরিয়ার শামসুল মন্ডলের স্ত্রী নুরজাহান (৫২), চাটমোহরের আক্তার হোসেনের ছেলে অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫), চাটমোহর উপজেলার বিন্যাবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে খাইরুল ইসলাম (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মৃত সুরুজ প্রামানিকের ছেলে জিলহক(৪২), একই এলাকার জিল হকে স্ত্রী নাসিমা খাতুন (৫০) ও মেয়ে তাওহিদা খাতুন (৯)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর ২টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার রাঙ্গালিয়া গ্যাস পাম্পের সামনে বাঘাবাড়ী থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী চামেলী বেগম নামের এক নারী নিহত হন। এছাড়া অটোরিকশার চালকসহ ৬ জন মারাত্মক আহত হন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।