Warning: Undefined property: WP_Error::$cat_ID in
/home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line
70
Uncategorized
ভাঙ্গুড়ায় রেললাইনের ওপর থেকে গৃহবধূর খন্ডিত লাশ উদ্ধার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
2 July 2023 , 9:51:38
বড়াল ব্রীজ রেলস্টেশন। ছবি: সংগৃহীত।
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ওপর থেকে সালমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর খন্ডিত লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ।
আজ রবিবার (২ জুলাই) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়াল ব্রীজ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সে পৌরসভার মসজিদপাড়া মহল্লার জসিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। তাঁর দুইটি সন্তান রয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের বড়াল ব্রীজ রেলস্টেশন সংলগ্ন এলাকার রেললাইনের ওপর এক নারীর খন্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক ঘটনাটি তাঁরা ভাঙ্গুড়া থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে অবহিত করেন।দুপুরে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক আব্দুল মাজেদ জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মাহত্যা তা তদন্ত না করে এখনি বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।