• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    ভারতকে হারিয়ে এশিয়া কাপ মিশন শেষ করল বাংলাদেশ

      নিউজ ডেস্ক 16 September 2023 , 12:10:50

    সংক্ষিপ্ত স্কোর: 

    ভারত ৪৯.৫ ওভারে ২৫৯/১০ (প্রসিদ্ধ ০*, অক্ষর ৪২, শার্দুল ১১, গিল ১২১, জাদেজা ৭, সূর্যকুমার ২৬, ইশান ৫, রাহুল ১৯, তিলক ৫, রোহিত ০)

    বাংলাদেশ ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিম সাকিব ১৪*, মেহেদী ২৯*, নাসুম ৪৪, হৃদয় ৫৪, লিটন দাস ০, তানজিদ ১৩, এনামুল ৪, মিরাজ ১৩, সাকিব ৮০, শামীম ১)

    ফলাফল : ৬ রানে জয়ী বাংলাদেশ।

    এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তুলে বাংলাদেশ। জবাবে ২৫৯ রানে থামে ভারত।

    শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে এশিয়া কাপ মিশন শেষ করল টাইগাররা।

    এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২০১২ সালে সবশেষ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে এশিয়া কাপে ১১ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল টাইগাররা।

    বাংলাদেশ একাদশ– সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

    ভারত একাদশ– রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।