• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ বাবলুর দাফন সম্পন্ন

      সবুজ আলো প্রতিবেদক 19 January 2023 , 3:29:28

    পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোহাম্মদ বাবলুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। দীর্ঘ দিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

     

    গত বুধবার (১৮ জানুয়ারি) বাদ আসর উপজেলার পাটুলীপাড়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ বাবলু ভাঙ্গুড়া পৌরভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের শ্বশুর।

     

    তার মৃত্যুতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।