• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ল

      সবুজ আলো ডেস্ক 11 April 2023 , 3:30:53

    রাসায়নিক সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে।কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ কর্তৃক সোমবার (১০ এপ্রিল) স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

    আদেশে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বাড়ার কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আদেশ জারির তারিখ থেকে সারের মূল্য বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে এতে।