• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    সেন্টমার্টিনে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’

      সবুজ আলো ডেস্ক 14 May 2023 , 3:43:11

    0Shares
    ছবি : সংগৃহীত

    সেন্টমার্টিনে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোখা’। ঝড়ের তীব্রতা এতটাই ভয়াবহ যে কাদামাটিও উড়ে যাচ্ছে।

    রোববার (১৪ মে) সকাল থেকে সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হলেও দুপুরের পর পুরো শক্তি নিয়ে আঘাত হানে মোখা। তীব্র ঝড়ের ফলে বিভিন্ন স্থানে বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে।

    সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা তোফায়েল গণমাধ্যমে জানান, তীব্র ঝড় বইছে। সমুদ্রের পানি ও কাদামাটিও বাতাসে উড়িয়ে নিচ্ছে। শুধু তাই নয়, মানুষের ঘরবাড়ির টিন, ছাউনি, কাঠ, বড় বড় গাছ দুমড়ে-মুচড়ে পড়ছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে। বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না।

    সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমে বলেন, সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে।

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। তবে, বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করে গেলেও এর প্রভাব দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত থেকে যাবে। এর এ সময়ে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে।