• Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/shobujalo/public_html/wp-content/themes/jugantor/single.php on line 70
    Uncategorized

    আটঘরিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

      আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : 21 March 2023 , 1:46:30

    0Shares
    ছবি : মাসুদ রানা

     পাবনার আটঘরিয়া আম বাগান থেকে ইসাহক আলী (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে আটঘরিয়া থানা পুলিশ।

    মৃত ব্যক্তি আটঘরিয়া উপজেলার উত্তর চক জালালের ঢাল এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।

    জানা গেছে, আটঘরিয়া পৌরসভা কার্যালয়ের পাশে শুভঙ্কর কুমার সুজনের আম বাগানে গাছের সাথে এলাকাবাসী সকালে তার মৃতদেহ ঝুলতে দেখে। পরে আটঘরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

    পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে থানা পুলিশ।